সন্ধ্যার নাস্তায় মাঝে মাঝে একটু স্পেশাল কিছু হলে মন্দ হয় না, তাই না? আজকে চলুন একটা খুবই স্পেশাল এবং টেস্টি রেসিপি শিখে নেই। এটি খেতে দেখতে যেমন লোভনীয় খেতেও সুস্বাদু। চলুন দেখে নেই কি কি উপকরণ লাগছে এই রেসিপিতে।
উপকরণঃ
রুটির জন্য-
১। ময়দা ২ কাপ
২। ডিম ১ টি
৩। চিনি ২ টেবিল চামচ
৪। লবন ১ চা চামচ
৫। তেল ২ টেবিল চামচ
৬। ঈস্ট ১ চা চামচ
৭। কুসুম গরম দুধ ১ কাপ
চিকেন ফিলিং-
১৷ চিকেন ব্রেস্ট- ৪০০ গ্রাম
২। লবন ১ এবং ১/২ চা চামচ
৩। তেল ২ টেবিল চামচ
৪। পিয়াজ কুচি ১/৪ কাপ
৫। ময়দা ১ টেবিল চামচ
৬। দুধ ১ কাপ
৭। চিলি সস/ টোমাটো কেচাপ ২ টেবিল চামচ
৮। গোল মরিচের গুড়া ১/২ চা চামচ
৯। আদা রসুন বাটা ১ চা চামচ
১০। অরিগ্যানো